Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd অক্টোবর ২০২১

খনি পরিচালনায় নতুন চুক্তি


প্রকাশন তারিখ : 2021-10-03

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড ও জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)’র সঙ্গে গত ৩রা সেপ্টেম্বর ২০২১ হতে কার্যকর করে ২৮-০৯-২০২১ তারিখে ০৬ (ছয়) বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী জিটিসি আগামী ০৬ (ছয়) বছরে ১৪টি স্টোপ উন্নয়নের মাধ্যমে ৮৮,৬০,০০০ মেট্রিক টন পাথর উৎপাদন করবে। চুক্তিমূল্য বৈদেশিক মুদ্রায় ১১,৮৫,৯৯,১২০.০০ মার্কিন ডলার ও স্থানীয় মুদ্রায় ২,৬৬,৭৪,৭০,১৬০.০০ টাকা বা সমপরিমাণ ৩,১৪,৪৪,৮৯১.৬৭ মার্কিন ডলার অর্থাৎ সর্বমোট চুক্তিমুল্য ১৫,০০,৪৪,০১১.৬৭ মার্কিন ডলার বা সমপরিমাণ প্রায় ১২৭২.৮২ কোটি টাকা।

 

জিটিসি’র সঙ্গে সম্পাদিত পূর্বের ও বর্তমান চুক্তির তুলনামূলক বিবরণী

ক্রমিক
            চুক্তির বিবরণ
            পূর্বের চুক্তি
            বর্তমান চুক্তি
উৎপাদন লক্ষ্যমাত্রা(৬ বছরে)                 
৯২,০০,০০০ মেট্রিক টন
৮৮,৬০,০০০ মেট্রিক টন
টন প্রতি চুক্তির দর
১৮.৬৮ মার্কিন ডলার
(বিস্ফোরকসহ)
১৬.৯৪ মার্কিন ডলার
(বিস্ফোরক ব্যতিত)
এমজিএমসিএল কর্তৃক প্রদেয় বিস্ফোরকের প্রাক্কলিত মূল্য (প্রতি টনে)
--
১.৫০ মার্কিন ডলার
           
 
বিস্ফোরসহ টন প্রতি দর        
১৮.৬৮ মার্কিন ডলার
১৮.৪৪ মার্কিন ডলার
সর্বমোট চুক্তিমুল্য
১৭,১৮,৬০,০০০ মার্কিন ডলার 
১৫,০০,৪৪,০১১.৬৭ মার্কিন ডলার
 
- বৈদেশিকমুদ্রায় (FC)
 
- স্থানীয়মুদ্রায় (LC)
১২,৮৪,৪০,০০০
মার্কিন ডলার
৪,৩৪,২০,০০০
মার্কিন ডলার
১১,৮৫,৯৯,১২০.০০ মার্কিন ডলার
৩,১৪,৪৪,৮৯১.৬৭ মার্কিন ডলার