১। এই ওয়েব পোর্টালের উদ্দেশ্য কি?
একটি ওয়ান স্টপ অনলাইন পোর্টাল হিসেবে বাংলাদেশ সরকারের এই ওয়েব পোর্টাল সরকারি সেবাসমূহের হালনাগাদ তথ্য প্রদান করার লক্ষ্যে চালু করা হয়েছে। সকল সরকারি ওয়েবসাইট এবং সেগুলোর তথ্যগুলোকে একটি মাত্র ওয়েব পোর্টালে সমন্বিত করার লক্ষ্যে এটি একটি অন্যতম ই-গভর্নেন্স উদ্যোগ। এই ওয়েব পোর্টালের মাধ্যমেই বাংলাদেশ সরকার সেবা প্রদানের সকল তথ্য জনগণের কাছে পৌঁছাতে চায়।
২। এই ওয়েব পোর্টালের নির্দিষ্ট কোন address/ ঠিকানা আছে কিনা?
হ্যাঁ আছে। ঠিকানা টি হচ্ছে www.mgmcl.org.bd । অথবা ওয়েব ব্রাউজারে এই ঠিকানায় https://mgmcl.portal.gov.bd/ প্রবেশ করে ব্যবহার করতে পারবেন।
৩। এ ওয়েবসাইট কি কি ধরনের তথ্য প্রদান করবে?
ভূ-গর্ভস্থ খনি হতে প্রাকৃতিক গ্রানাইট পাথরের আহরণ ও উৎপাদন সম্পর্কে তথ্য জানা যাবে। এছাড়া দেশের সকল প্রান্তে গ্রানাইট পাথর সরবরাহ নেটওয়ার্ক বৃদ্ধি এবং অবকাঠামো নির্মাণ কার্যক্রমে অংশগ্রহণ সম্পর্কে তথ্য জানা যাবে। নির্মাণ সামগ্রীর সম্পূরক বস্তু হিসাবে গ্রানাইট পাথরের অনুসন্ধান, উন্নয়ন এবং পরিবেশবান্ধব গ্রানাইট পাথরের হালনাগাদকৃত তথ্য জানা যাবে।
৪। কে বা কারা এই ওয়েব পোর্টাল ব্যবহার করতে পারবে?
বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশ হতে সকল শ্রেণীর ব্যবহারকারীগণ তাদের প্রয়োজন অনুসারে এই ওয়েব পোর্টাল ব্যবহার করতে পারবে।
৫। সরকারি এ ওয়েবপোর্টাল সম্পর্কে সুনির্দিষ্ট কোন মতামত/ অভিযোগ কিংবা পরামর্শ থাকলে কি করবো?
যেকোন ধরনের মতামত/ অভিযোগ কিংবা পরামর্শের জন্য মেইন মেনু থেকে “অভিযোগ ও পরামর্শ” লিংকে গিয়ে আপনার নাম, ই-মেইল অ্যাড্রেস সহ মতামত, অভিযোগ কিংবা পরামর্শ টাইপ করে submit বাটন ক্লিক করুন ।
৬। সরকারি অফিসের কর্মকর্তাদের তথ্য কোথায় পাওয়া যাবে?
ওয়েব সাইটের মুল মেনু থেকে “কর্মকর্তা তালিকা” মেনুতে ক্লিক করলে স্থায়ী কর্মকর্তা তালিকা, ফোকাল পয়েন্ট কর্মকর্তা তালিকা, ক্যাটাগরি অনুসারে কর্মকর্তার সাবমেনুর লিংকে গিয়ে তথ্য দেখা যায়।
৭। ন্যাশানাল পোর্টাল ফ্রেমওয়ার্ক কি ব্রাউজার ইন্ডিপেন্ডেন্ট (স্বাধীন) ?
সকল ব্রাউজারেই এ ওয়েব পোর্টাল টি ব্রাউজ করা যাবে, এটি সম্পূর্ন ব্রাউজার ইন্ডিপেন্ডেন্ট (স্বাধীন) ।