Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ ফেব্রুয়ারি ২০১৯

পাথর বিক্রয় পদ্ধতি

১। পাথর ক্রয়ে আগ্রহী নিয়মিত ক্রেতা প্রথমে পাথরের সাইজ ও পরিমাণ উল্লেখপূর্বক এমজিএমসিএল এর মার্কেটিং বিভাগের প্রধান বরাবর এবং নতুন ক্রেতা ব্যবস্থাপনা      পরিচালক বরাবর চাহিদাপত্র দাখিল করবেন।

২। এমজিএমসিএল এর সেলস ডিপার্টমেন্ট চাহিদাপত্রে উল্লেখিত সাইজ ও পরিমাণের আলোকে পাথরের মূল্য ও লোডিং চার্জ ইত্যাদি উল্লেখ করে বরাদ্দ ইস্যু করবেন।

৩। ক্রেতাসাধারণ বরাদ্দ পত্রের উল্লেখিত মূল্য কোম্পানির মনোনীত ব্যাংক (সোনালী ব্যাংক, মধ্যপাড়া, পার্বতীপুর, দিনাজপুর)   বরাবর নগদ/ডিডি/পেঅর্ডার জমা প্রদান       করবেন।

৪। ব্যাংকে অর্থ প্রাপ্তি নিশ্চিতকরণ সাপেক্ষে এমজিএমসিএল এর সেলস ডিপার্টমেন্ট ক্রেতাসাধারণকে সরবরাহ আদেশ প্রদান করবেন।

৫। ক্রেতাসাধারণ বর্ণিত পাথর সরবরাহ গ্রহণের ক্ষেত্রে নিজে উপস্থিত থেকে অথবা একজন মনোনীত প্রতিনিধির মাধ্যমে ট্রাক ওয়্যারে স্বাক্ষরপূর্বক পাথর সরবরাহ গ্রহণ       করবেন।

    ৬। ক্রেতাগণ পাথর পরিবহণের জন্য নিজ দায়িত্বে ট্রাক/রেল ওয়াগন নিশ্চিত করবেন।