ক্রমিক নং | বাস্তবায়িত সহজিকৃত/ডিজিটাইজড সেবার নাম | সংক্ষিপ্ত বিবরণ | সেবা/আইডিয়াটি কার্যকর আছে কি-না/না থাকলে কারণ | সেবার লিংক | বিস্তারিত বিবরণ |
০১ | অনলাইন ডিলার প্রতিনিধি নির্বাচন | অনলাইন ডিলারশিপ নবায়নের ক্ষেত্রে প্রতিনিধিগণ ওয়েবপেজে তাদের নিজস্ব প্যানেলে আবেদন এবং নির্ধারিত ফি জমার রশিদ আপলোড করলে এমজিএমসিএল কর্তৃক প্যানেলে এপ্রুভাল-এর সাপেক্ষে ডিলারশিপ নবায়ন সয়ংক্রিয়ভাবে প্রস্তুত হয় । উল্লেখ যে, এই ডিলারশিপ বাৎসরিকভাবে নবায়ন করতে হয় । | কার্যকর আছে | এখানে ক্লিক করুন | ডাউনলোড |
০২ | স্টোর ইনভেন্টরি সফটওয়্যার | সফটওয়্যারের মাধ্যমে এমজিএমসিএল এ স্টোর রিকুজেসন ও অনুমোদন, এমআরআর, কোয়ালিটি ইনভেন্টরি ইত্যাদি কাজ সম্পন্ন হয়ে থাকে। পূর্বে এই কাজ ম্যানুয়াল উপায়ে সংঘটিত হত । বর্তমানে পেপারলেস এই অনলাইন কার্যক্রমটি সহজতর করেছে । | কার্যকর আছে | এখানে ক্লিক করুন | |
০৩ | মার্কেটিং সফটওয়্যার | পূর্বে পাথরের হিসাব, বিক্রয়, বরাদ্দপত্র ও সরবরাহ আদেশ ম্যানুয়ালি করতে হত। বর্তমানে এই সফটওয়্যারের মাধ্যমে উপরোক্ত কার্যক্রম (হিসাব, বিক্রয়, বরাদ্দপত্র ও সরবরাহ আদেশ) সহজ ইনপুটের বিপরীতে আউটপুট হিসাবে অটো জেনারেট হয়ে থাকে । | কার্যকর আছে | এখানে ক্লিক করুন | |
০৪ | স্মার্ট রক ডেলিভারি সিস্টেম সফটওয়্যার | এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিদিনের বিভিন্ন আকারের শিলা সরবরাহের সহজতর ইনপুটের মাধ্যমে যাবতীয় তথ্যাদি দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে জেনারেট করা হয় । | কার্যকর আছে | এখানে ক্লিক করুন | |
০৫ | অনলাইন প্রতিনিধি নির্বাচন | ডিলারের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে প্রতিনিধিগণ তাদের নিজস্ব প্যানেলে তাদের ন্যাশনাল আইডি কার্ড, ছবি ও সাক্ষর নির্ধারিত ওয়েবপেজে আপলোড করলে সয়ংক্রিয়ভাবে সফটওয়্যারের মাধ্যমে ডিলার প্রতিনিধির জন্য আইডি কার্ড ও পত্র প্রস্তুত হয়, এতে সময় ও অর্থ সাশ্রয় হয় । | কার্যকর আছে | এখানে ক্লিক করুন | |
০৬ | মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড মোবাইল অ্যাপস | সম্মানিত গ্রাহকগণ/ডিলারগণ মোবাইল অ্যাপসের মাধ্যমে যাবতীয় তথ্য প্রাপ্তি এবং সেবা গ্রহণ করতে পারেন। | কার্যকর আছে | এখানে ক্লিক করুন |